বাণিজ্য উপদেষ্টা বলেছেন, "মন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি।"
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, "বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেই সময় ব্যবসায়ীদের কোনো সম্মান ছিল না। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে।"
আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত "দেশের শিল্প খাতে জ্বালানি–সংকট সমাধানের পথ" শীর্ষক সেমিনারে এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা। সেমিনারটি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন শেখ বশিরউদ্দীন। সেমিনারে বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শেখ বশিরউদ্দীন বিগত সরকারের সময় গ্যাস সংযোগ পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, "আমি সাবেক জ্বালানিমন্ত্রীর (প্রতিমন্ত্রী) কাছে গিয়েছিলাম। সে সময় তার বাসার সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি। আমি অনেক টাকা বিনিয়োগ করেছি শিল্প প্রতিষ্ঠানে, কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছিলাম না। তখন মনে হয়েছিল, গ্যাস সংযোগ পাওয়া ব্যাংকের নিবন্ধন পাওয়ার মতো কঠিন।"
তিনি আরও বলেন, "বৃষ্টিতে ভিজে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়। পরে তার সঙ্গে বসে অনেক লেকচার শুনলাম, কিন্তু সেগুলো নিজের জ্ঞানের সাথে মিলাতে পারিনি। তবুও শুনে যেতে হয়েছিল, কারণ তখন কিছুই করার ছিল না। ব্যবসায়ী হিসেবে তখন যা মর্যাদা পাওয়ার কথা ছিল, তা পাইনি।"
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, "এখন আপনাদের জন্য সম্মানজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের এগিয়ে আসা উচিত। সব কাজ সরকার একা করতে পারবে না। নিজেদের টাকা নিজেদের জন্য ব্যয় করুন। অতীতে অনেক টাকা দিয়েছি, কিন্তু এখন আর কারও কাছে টাকা দিতে হবে না। এখন আপনারা নিজেরাই কাজ করতে পারবেন।"
বিগত সরকারের সময়ে দেশে নৈরাজ্য সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা মন্তব্য করেন, "সেই সময় দেশে বিচারহীনতা, স্বজনপ্রীতি এবং একপেশে পরিবেশ ছিল, যেখানে আমাদের সন্তানদের নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত ছিল না।"
f ff
তিনি বলেন, "আমাদের অনেক সময়ই মেপে কথা বলতে হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও নিজেদের মস্তিষ্ককে চাপ দিয়ে (প্রভাবশালীদের) প্রশংসা করতে হয়েছে। এমন কিছু বর্ণনা শুনতে হয়েছে, যা শুনে নিজের অর্জিত জ্ঞানকে অপ্রাসঙ্গিক মনে হয়েছে।"
জ্বালানি খাতের দুর্নীতি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, "জ্বালানি খাতে যে দুর্বলতা রয়েছে, তা কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পনা করে করা হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবতাকে অস্বীকার করে না। আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারব বলে আশা করি।" তিনি ব্যবসায়ী মহলের সহযোগিতা কামনা করেন।
0 Comments