এস আলমের বিরুদ্ধে নারী উদ্যোক্তার টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নারী ব্যবসায়ীর কাছ থেকে ২৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ) ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে এ মামলা করেন নাজমে নওরোজ নামে এক নারী ব্যবসায়ী, যিনি চট্টগ্রামে 'লা অ্যারিস্টোক্রেসি' ও 'ফিউশন ইট' নামে দুটি রেস্টুরেন্টের মালিক।
বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ দ্য ডেইলি স্টারকে জানান, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
f ff
মামলার অভিযোগে বাদী জানান, তিনি একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে পরিচিত হন। সাইফুল আলম বাদীকে প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ দেন এবং পরে বিভিন্ন সময়ে মোট ৩০ কোটি টাকা ঋণ প্রদান করেন। এই ঋণগুলো ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে নেওয়া হয়। এরপর সাইফুল আলম বাদীকে তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিযোগ, আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকের ঋণের বিপরীতে বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।
মামলার বাদী নাজমে নওরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, "২৯ কোটি টাকা ফেরত চাইলে আকিজ উদ্দিন আমাকে গুম ও খুনের হুমকি দিতেন। তারা (এস আলম গ্রুপ) আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতদিন তাদের ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারিনি, এখন আদালতের আশ্রয় নিয়েছি।"
এ বিষয়ে জানতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে সাইফুল আলম মাসুদ দেশে ফিরে আসেননি। তিনি বর্তমানে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। এছাড়া, আকিজ উদ্দিনও গত চার মাস ধরে পলাতক রয়েছেন, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
0 Comments