"চাঁদাবাজি ও দখলদারিত্ব বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ"
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো অনৈতিক কার্যকলাপ আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। দেশে রাজনীতির গুণগত পরিবর্তন ঘটেছে এবং এখন আর আধিপত্যবাদ মানুষের পছন্দ নয়।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে স্থানীয় বালুর মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
g ggg
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে প্রত্যেক নাগরিক হবে রাষ্ট্রের সম্মানিত সদস্য। সেখানে কোনো জুলুমকারী শাসক থাকবে না, বরং শাসক হবে জনগণের সেবক। তিনি আশা করেন, জামায়াতে ইসলামী সব সদস্যই এই সেবক হওয়ার কাজে একত্রিত হয়ে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। রিমান্ডে নির্যাতন, হাত-পা হারানোসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সভাপতি মোজাফফর হোসেন, মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা মনির বিন আনোয়ার, এস এম মাহমুদ হাসান, সালেহ আহমদ, মাওলানা আব্দুল বারী, নাসির উদ্দিন প্রমুখ।
0 Comments