"জামায়াত আমীর: মামলার ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়"

 "জামায়াত আমীর: মামলার ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়"


ডা. শফিকুর রহমান বলেন, “আমরা হাজার হাজার মামলা করব না, আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর মামলা করব। তবে কোনো নিরপরাধ মানুষকে মামলা জড়ানো হবে না। যদি ১০ জন অপরাধীর সঙ্গে একজন নিরপরাধ ব্যক্তি থাকে, তবে আল্লাহর আদালতে আমাদের তার দায় নিতে হবে।”

তিনি আরও বলেন, “মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা ঘুষ নেয়া জামায়াতের কাজ নয়। অতীতের সরকারগুলো এসব কার্যকলাপে জড়িত হয়ে জনগণের আস্থা হারিয়েছে। যারা একই পথ অনুসরণ করবে, তাদের ভবিষ্যতও একই হবে।”

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জামায়াতের কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা কারো প্রতি অন্যায় করব না, যদিও আমাদের প্রতিপক্ষ হোক। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশের প্রয়োজন রয়েছে। থানাগুলোর ক্ষতি হয়েছে, আমরা ফান্ড থেকে চেয়ার-টেবিল কিনে থানায় পাঠিয়েছি, যাতে তারা তাদের কাজ শুরু করতে পারে।”

জামায়াত আমীর আরও বলেন, “দল এবং ধর্ম সকলেরই নিজস্ব, কিন্তু দেশ আমাদের সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। তরুণদের নেতৃত্বে আমরা হিংসা, হানাহানি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমাদের স্বপ্নের দেশে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এবং নারীদের সম্ভ্রম রক্ষা করা হবে।”

ফ্যাসিবাদ সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদ মানুষকে শুধুমাত্র খুন ও গুম উপহার দিয়েছে। জনগণ আর ফ্যাসিবাদের ফিরে আসা চায় না। জনগণের একমাত্র চাওয়া তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা।”

fff

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস ও সাবেক জেলা আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন। সমাবেশে জামায়াতের জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments