দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল অত্যাচারীদের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।

 দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল অত্যাচারীদের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।


আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অন্তিম সময়ে জান্নাতে যাওয়ার পথে তার মুখে যে হাসিটি ছিল, তা ছিল জালিমের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।

বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মীরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

শামীম বিন সাঈদী বলেন, "কুরআনের পাখি" নামে পরিচিত সাঈদী সাহেবকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল হার্ট অ্যাটাকের অজুহাতে। কিন্তু হার্ট অ্যাটাকের রোগী কখনো কি হুইলচেয়ারে চলে, নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি যে মিষ্টি এবং মধুর হাসিটি দিলেন, তা সত্যিই অতুলনীয়। এর আগে কখনো এত সুন্দর হাসি দেখেছি কি না, আমি নিশ্চিত না। যাওয়ার সময় তিনি পৃথিবীর সবাইকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিলেন—এমন সৌভাগ্য কারো হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিমের আচরণের প্রতিবাদ।

fff

তিনি আরও বলেন, ৫ মে শাপলা চত্বরে আলেমদের শ্বাসরোধ করে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু আলেমদের রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ, এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই।

মাহফিলটি সোবহানিয়া জামেয়া-ই-নাছেরিয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত হয়, এবং এতে সভাপতিত্ব করেন মীরসরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আবদুল মোমেন নাছেরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের শিক্ষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন প্রমুখ।

Post a Comment

0 Comments