হট্টগোল এবং বিশৃঙ্খলার মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ।
‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এবং সদস্য সচিব হিসেবে থাকবেন জাহিদ আহসান। সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে কাজ করবেন তাহমীদ আল মুদাসসির, এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।
বুধবার এই নতুন কমিটির ঘোষণা করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার নতুন ছাত্র সংগঠন তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে তার ঘোষণার আগে কিছু শিক্ষার্থী বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেয়ায় এবং উত্তরা পূর্ব ও পশ্চিমের কমিটি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান যেমন ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি শোনান।
fff
এছাড়া, নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেয়ার আগে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে বৈষম্যের অভিযোগ তোলেন এবং তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
0 Comments