"আমার বাহ্যিক রং সাদা হলেও, অন্তরের রং তরুণ।" – জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমার বাহ্যিক রং সাদা হলেও, বুকের ভিতরের রং তরুণ।" তিনি এসব কথা বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, "আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তোমাদের আবারও গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।" জামায়াত আমির আরও বলেন, "আমার বাহ্যিক রং সাদা হলেও, বুকের ভিতরের রং তরুণ। মানুষের মুক্তির মিছিলে আমি কখনো পিছিয়ে যাবো না, বরং তোমাদের সামনে থাকবো।"
f ff
তিনি আরও বলেন, "কিছু মানুষ আমাদের ভয় দেখায়, তারা বলে, ‘এই হলে’ বা ‘ওই হলে’ আবার তোমাদের ফাঁসি হয়ে যাবে। কিন্তু ভাই, কাকে ফাঁসির ভয় দেখাচ্ছেন? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, তাদের ফাঁসির ভয় দেখানো যাবে না। যদি এমন ভয় থাকতো, তাহলে আমাদের নেতাদের ফাঁসির পাটাতনে দাঁড়াতে হতো না। তাই আমাদের ফাঁসির ভয় দেখাবেন না।"
0 Comments