২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে’— জামায়েতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।”
গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লব-এর সনদটিকে আইনি বৈধতা দেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামী’র আমির ড. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ঘটানোর আগে অবশ্যই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া হবে ও “জুলাই সনদ”-এর আইনি ভিত্তি তৈরি করতে হবে।
ff f
তিনি উল্লেখ করেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না”।
সংক্ষেপে পুনরায়:
-
তিনি দাবি করছেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।
-
সেই স্বীকৃতির জন্য “জুলাই সনদ” নামক একটি চুক্তি বা ঘোষণাপত্রের আইনগত ভিত্তি দেওয়া আবশ্যক।
-
তিনি জানাচ্ছেন, আইনগত ভিত্তি না দিলে আগামী নির্বাচন বৈধভাবে অনুষ্ঠিত হবেনা বলে মনে করছেন।
0 Comments