২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে’— জামায়েতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।”

 ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে’— জামায়েতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।”



গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লব-এর সনদটিকে আইনি বৈধতা দেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামী’র আমির ড. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ঘটানোর আগে অবশ্যই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া হবে ও “জুলাই সনদ”-এর আইনি ভিত্তি তৈরি করতে হবে।

ff f

তিনি উল্লেখ করেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না”। 

সংক্ষেপে পুনরায়:

  • তিনি দাবি করছেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।

  • সেই স্বীকৃতির জন্য “জুলাই সনদ” নামক একটি চুক্তি বা ঘোষণাপত্রের আইনগত ভিত্তি দেওয়া আবশ্যক।

  • তিনি জানাচ্ছেন, আইনগত ভিত্তি না দিলে আগামী নির্বাচন বৈধভাবে অনুষ্ঠিত হবেনা বলে মনে করছেন। 



Post a Comment

0 Comments