তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া

 তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া



তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এর পরেই তালেবান সরকারের একটি প্রতিনিধিদল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

k kk

তালেবান প্রতিনিধি দল ২০২২ সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেয়, যা তখন ব্যাপক আলোচনা তৈরি করেছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারও সফরটি আলোচনায় এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়।


কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স-জ্যাকব শিন্ডলার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রত্যাশা থাকতে পারে। তবে তিনি সতর্ক করে দেন যে, তালেবান সুবিধা নিতে সবসময়ই আগ্রহী, কিন্তু প্রতিদান দেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

kk k

২০২১ সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। ২০ বছর ধরে আফগান সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকেরা দ্রুতই আফগানিস্তান ত্যাগ করেন। এর ছয় মাস পর, ২০২২ সালের মার্চে, তালেবান এবং রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।


তবে এবারের সফর এবং দুই দেশের পরবর্তী সম্পর্ক নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Post a Comment

0 Comments