**সালমান মুক্তাদিরের জন্মদিন: শিক্ষার্থীদের পাশে থাকার গল্প**
আজ জনপ্রিয় ইউটিউবার এবং তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের জন্মদিন। ১৯৯৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন এই আলোচিত ব্যক্তিত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমে আসা অনেকের মধ্যে সালমান মুক্তাদিরও ছিলেন। তিনি শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে থেমে যাননি, বরং শিক্ষার্থীদের সরাসরি বিভিন্নভাবে সহায়তা করেছেন।
m
mm
৫ আগস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “মহান আল্লাহ আমাদের জেন-জেড প্রজন্মকে পৃথিবীর ভয়ঙ্কর স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছেন। তারা যা করেছে, তা অন্য কোনো দেশ করতে পারেনি। এই প্রজন্মের আত্মত্যাগের জন্য আমরা সকলেই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত বর্ষণ করুন। আমি এই প্রজন্মকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।” তাঁর এই মন্তব্যের জন্য সালমান মুক্তাদিরের কাজের প্রশংসা করছেন তাঁর অনুসারীরা।
এই বিশেষ দিনে, সালমানের জন্মদিন উপলক্ষে তাঁর বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এক ভক্ত, প্রান্ত। সালমানও ভিডিওটি শেয়ার করে ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন।
m
mm
সালমান মুক্তাদির বলেছেন, “আমি বারবার বলেছি, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি কেমনভাবে এর প্রতিক্রিয়া দেখাব, জানি না। আমি কিছু পাওয়ার জন্য কিছু করি না; আমার কনটেন্ট দেখে মানুষ আনন্দ পায়—এটাই আমার অর্জন। তাই আমাকে প্রশংসা করার দরকার নেই। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি খুব সুন্দর হয়েছে।”

0 Comments