‘ওই দিন থেকেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।’

 ‘ওই দিন থেকেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।’

আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আবু সাঈদের মৃত্যুর পর তাঁর মনোজগতের পরিবর্তন ঘটে এবং সেদিনই সিদ্ধান্ত নেন যে, ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে। এই আন্দোলনে পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন বাঁধন। তিনি ফার্মগেট, শাহবাগ, শহীদ মিনারে ছাত্রদের সঙ্গে মিছিলে মিছিলে অংশ নিয়েছেন। তবে এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন এবং এমনকি হত্যার হুমকিও পেয়েছেন।

গত শুক্রবার দুপুরে দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেন বাঁধন। তিনি জানালেন, ছাত্রদের আন্দোলনে অংশ নেওয়ার পর থেকে তাকে নানা মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমনকি অ্যাসিড মারারও চেষ্টা করা হয়েছে। তবে বাঁধন বলেন, তিনি ভয় পাননি কারণ আন্দোলনের দিনগুলোতে ছাত্রদের চোখে-মুখে যে আগুন দেখেছেন, তা থেকে সাহস পেয়েছেন।


বাঁধন জানান, কয়েকজন সহশিল্পীর আচরণ তাকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, "সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজ হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে ছিলেন না বরং আমাকে ভয় দেখিয়েছেন এবং ব্যঙ্গবিদ্রূপ করেছেন। তাঁদের কাজের কারণে কষ্ট পেয়েছি, তবে এখন তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই।"

শেখ হাসিনার পদত্যাগের পর দেশে নৈরাজ্য দেখা দেওয়ার প্রসঙ্গে বাঁধন বলেন, "দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এক দল সন্ত্রাসী কার্যকলাপ ও জ্বালাও-পোড়াও করছে, আরেক দল সম্পত্তি লুট করছে। আমি এসব অন্যায়কে সমর্থন করি না। ছাত্রদের দেখানো পথে সবাইকে এগিয়ে যেতে হবে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে।"

fff

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং নতুন সরকারের কাছে বাঁধনের অনেক প্রত্যাশা রয়েছে। তাঁর ভাষ্যে, "আমি আশাবাদী। আমি নারীবান্ধব, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, স্বাধীনতা ও কথা বলার অধিকার থাকবে।"

বাঁধন আরও বলেন, "সুন্দর বাংলাদেশ গড়তে অনেক আইন পরিবর্তন করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদ কতটুকু করবে, জানি না, তবে আমি আশা করি তারা সংস্কার করবে।"

আলাপে বাঁধন জানান, আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে তিনি ক্লান্ত। নতুন ছবির শুটিং আগামী মাসে শুরু হতে পারে এবং নতুন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। "এশা মার্ডার"-এর তিন-চার দিনের কাজ বাকি রয়েছে, তবে কবে শুরু হবে জানি না।


Post a Comment

0 Comments