সেন্টমার্টিনে যেতে এখন রেজিস্ট্রেশন করতে হবে।

সেন্টমার্টিনে যেতে এখন রেজিস্ট্রেশন করতে হবে।


 পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ জানিয়েছেন, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন থেকে পর্যটকের সংখ্যা সীমিত রাখা হবে এবং রেজিস্ট্রেশন ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।

mm m

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে আয়োজিত কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিডোর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

Post a Comment

0 Comments