ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কী ভাবছে?
দুই মাসের বেশি সময় হয়ে গেছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে একটি সামরিক বিমানে করে দিল্লিতে এসে পৌঁছেছেন। এর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি বা কোনো ছবি প্রকাশিত হয়নি। বিভিন্ন ফোনালাপ ফাঁস হলেও তার কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভারতে আসার পর তিনি যেন অদৃশ্য হয়ে গেছেন।
শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা নিয়ে ভারত সরকার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলন বা সাক্ষাৎকারে কেউ এ বিষয়ে মুখ খোলেনি। তবে ভারত সরকার সাম্প্রতিক এক ঘোষণায় ইঙ্গিত দিয়েছে যে শেখ হাসিনা এখনো ভারতে আছেন এবং তার মধ্যপ্রাচ্যে যাওয়ার খবর গুজব ছিল।
ভারতের সরকার কি শেখ হাসিনাকে অতীতে যেমন দালাই লামা বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছে, তেমনভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার চিন্তা করছে? এই প্রশ্নের উত্তরে ভারতের বিভিন্ন মহলের সাড়া মিলেছে।
প্রথমত, শেখ হাসিনাকে ভারত একটি "সম্মানিত অথিতি" হিসেবে দেখছে, যিনি তার নিজের দেশের নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে এসেছেন। তাকে যতদিন দরকার, ততদিন ভারতে রাখা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। তবে, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই, এবং তিনি নিজেও এখনো সে বিষয়ে আবেদন করেননি। যদি কখনো এমন প্রস্তাব আসে, ভারত রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে সক্ষম হবে।
f ff
দ্বিতীয়ত, শেখ হাসিনা ঠিক কোথায় আছেন, তা নিয়ে জল্পনা চলতে থাকলেও, তিনি এখনো ভারতে অবস্থান করছেন, তবে দিল্লিতেই আছেন কি না, সেটা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো দিল্লির আশেপাশের কোনো নিরাপদ স্থানে আছেন।
ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তা দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়াতে পারে। তবে আপাতত তাকে অতিথি হিসেবে রাখা হচ্ছে, এবং সেই পরিস্থিতিতেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
0 Comments