আওয়ামী গডফাদারের ‘অভিভাবক’ তিনি
আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম) ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফেনীর রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচয় ছিল ‘নিজাম হাজারীর অভিভাবক’ হিসেবে।
ff f
নিজাম হাজারী, একজন সাধারণ ক্যাডার থেকে ফেনীর গডফাদারে রূপান্তরিত হন মূলত নাসিমের পৃষ্ঠপোষকতায়, যিনি শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা ছিলেন। নাসিম যখনই ফেনী সফর করতেন, নিজাম হাজারী তাঁকে পা ধরে সালাম করতেন এবং জনসমাবেশে তাঁকে নিজের 'অভিভাবক' বলে পরিচয় দিতেন। ফেনীর বিভিন্ন স্থানে নাসিমকে ‘ফেনীর অভিভাবক’ হিসেবে তুলে ধরা হতো, যদিও তিনি কোনো সরকারি বা দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। জেলার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা নাসিমের প্রতি অনুগত ছিলেন।
নাসিমের এত প্রভাবের কারণ জানতে ফেনীর বিভিন্ন রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে পরিচিত ছিলেন এবং শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন। অনেকে তাঁকে আড়ালে ‘ফান্ড ম্যানেজার’ বলেও আখ্যা দিতেন।
নাসিম ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে ১৯৯৬ সালে শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হন। ২০০১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলের প্রটোকল কর্মকর্তা হন এবং পরবর্তী সময়ে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এই সময়কালে তাঁর ব্যাপক যোগাযোগ ও প্রভাব বৃদ্ধি পায়।
ফেনীতে একসময় আওয়ামী লীগের রাজনীতির মূল নিয়ন্ত্রক ছিলেন জয়নাল হাজারী। তবে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ভারতে পালিয়ে যান। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে ফেনী আওয়ামী লীগ পুনর্গঠনের প্রক্রিয়ায় আলাউদ্দিন নাসিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাসিম তখন জয়নাল হাজারীর সাবেক শিষ্য নিজাম হাজারীকে সামনে এনে দলকে পুনর্গঠিত করেন।
f ff
আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ রয়েছে যে, তিনি গত ১৫ বছরে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও পাচার করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর হলফনামায় তিনি ও তাঁর স্ত্রীর নামে ১০৮ কোটি টাকার সম্পদের উল্লেখ করেছেন। এছাড়া, ফেনীতে তাঁর প্রভাবশালী ভূমিকার কারণে স্থানীয় প্রশাসন ও রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন।
0 Comments